শাহীন আফ্রিদির ৪ উইকেট এবং হাসান নাওয়াজের ৬৩*; ৫ উইকেটের জয় পাকিস্তানের।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং (সফরকারী) পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচের ওডিআই সিরিজের ১ম ম্যাচ।..

আজ ত্রিনিদাদে অনুষ্ঠিত সিরিজের ১ম ওয়ানডেতে টসে জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। 

ওঃ ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে বাঁহাতি ওপেনার এভিন লুইসের ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৬০ (৬২), অধিনায়ক শাই হোপের ৪টি চার সহ ৫৫ (৭৭) এবং রোস্টন চেজের ৪টি চার ও ২টি ছয় সহ ৫৩ (৫৪) রানের সুবাদে ২৮০ রান সংগ্রহ করে অলআউট হয় ৪৯ ওভারে। পাকিস্তানের পক্ষে বাঁহাতি ফাস্ট বোলার শাহীন শাহ্ আফ্রিদি ৫১ রানের বিনিময়ে ৪টি এবং নাসিম শাহ্ ৩টি উইকেট লাভ করেন ৫৫ রান দিয়ে। 

২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান একটা পর্যায়ে ১৮০ রানের মাথায় ৫ম উইকেট হারায়। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তখন ৫৩ (৬৯ বলে ৪টি চার সহ) রান করে সাজঘরে ফেরেন। তখন সফরকারীদের জয় কিছুটা কঠিন মনে হচ্ছিল। কারণ তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৬ বলে ১০১ রান। ওয়ানডেতে যা কিছুটা কঠিনই; যেহেতু শেষদিকে তিনজন বোলার। যাইহোক, তবে হাসান নাওয়াজ (৬৩*) এবং হুসাইন তালাত (৪১*)-এর ৬ষ্ঠ উইকেটে মাত্র ৬৯ বলে ১০৪ রানের দৃঢ়তাপূর্ণ জুটির কারণে পাকিস্তান ৪৮.৫ ওভারে ২৮৪/৫ রান করে শেষ পর্যন্ত মোটামুটি সহজেই জয়ের বন্দরে পৌঁছায়। দলের পক্ষে এছাড়া বাবর আযম করেন ৪৭ (৬৪) ৫টি চার ও ১টি ছয় সহ। ওঃ ইন্ডিজের হয়ে শামার জোসেফ ৬৫ রান খরচায় ২ উইকেট নেন। 

পাকিস্তানের ৭ বল হাতে রেখে ৫ উইকেটে এ জয়ের ম্যাচে হাসান নাওয়াজ তার ৫৪ বলে ৫টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি সহ অপরাজিত ৬৩ রানের দায়িত্বশীল ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

Keine Kommentare gefunden