সহ-সভাপতির পদকে ঢাল বানিয়ে জালিয়াতির সাম্রাজ্য:

Md Hero avatar   
Md Hero
সহ-সভাপতির পদকে ঢাল বানিয়ে জালিয়াতির সাম্রাজ্য: রাসেলের বিরুদ্ধে বীচ ব্যবসায়ীদের ক্ষোভ ও আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি..

কক্সবাজার প্রতিনিধি:

বীচ বাইক লাইসেন্স জালিয়াতির ঘটনায় এখন সবচেয়ে আলোচিত নাম—মোঃ রাসেল। কক্সবাজার বিচ বাইক মালিক সমবায় সমিতি লিঃ সহ-সভাপতির পদকে কৌশলে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও জাল লাইসেন্স ইস্যুর মতো অপরাধ সংঘটিত করেছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, রাসেল সমিতির সহ-সভাপতি পরিচয় ব্যবহার করে চারজন বৈধ বীচ বাইক সদস্যের কাছ থেকে প্রতিজনের নিকট ৭০ হাজার টাকা করে আদায় করেন লাইসেন্স অনুমোদনের আশ্বাসে। পরে তাদের হাতে যে অনুমোদনপত্র দেওয়া হয়, তা গত দেড় বছর ধরে ব্যবহৃত হলেও সম্প্রতি জেলা প্রশাসন জানিয়েছে—সেগুলো তাদের মৃল বালাম খাতায় লিপিবদ্ধই নয়। অর্থাৎ, পুরো বিষয়টি জাল ও প্রতারণার ফাঁদ ছিল।

ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা বিশ্বাস করেছিলেন রাসেল প্রশাসনের সঙ্গে কাজ করে বৈধভাবে অনুমোদন এনেছেন। অথচ এখন তারা জীবিকার উৎস হারিয়ে দিশেহারা, আর প্রতারক রাসেল সেই জাল লাইসেন্স ব্যবহার করে কক্সবাজার বীচে গড়ে তুলেছেন একাধিক অবৈধ ব্যবসা।

বর্তমানে রাসেলের বিরুদ্ধে আরও একাধিক ব্যক্তির সঙ্গে অর্থ নিয়ে প্রতারণা, হুমকি ও হাঙ্গামার অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগকারীদের মতে, “রাসেল কখনোই সমিতির দায়িত্বকে সম্মান করেনি, বরং এই পদটিকে হাতিয়ার বানিয়ে নিজের স্বার্থসিদ্ধি করেছে

Geen reacties gevonden