ব্যাটিং স্বর্গে পরিণত হওয়া পিচে যেখানে চারপাশে সেঞ্চুরির ফুলঝুরি, আলোচনার কেন্দ্রবিন্দু এখন একমাত্র বোলার—জসপ্রিত বুমরাহ। চলমান টেস্টে এখন পর্যন্ত ৪টি সেঞ্চুরি দেখা গেছে। ইংল্যান্ডের ব্যাটিং দৃঢ়তার বিপরীতে যখন একটি ব্রেকথ্রুর খোঁজে ছিল ভারত, তখনই বুমরাহ এসেছেন এবং করেছেন সেই কাঙ্ক্ষিত কাজ। উইকেট তুলে নেওয়ার পাশাপাশি চাপ সৃষ্টি করতেও দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।
দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান। ওপেনার বেন ডাকেট ৬২ রানে আউট হলেও ১০০ রানে অপরাজিত আছেন ওলি পোপ। ভারতীয় বোলারদের মধ্যে যেখানে বাকিরা ছিলেন নিষ্প্রভ, সেখানেই ব্যতিক্রম বুমরাহ। প্রথম ওভারেই তৈরি করেন মোমেন্টাম। ষষ্ঠ ডেলিভারিতে ফিরিয়ে দেন জ্যাক ক্রাউলিকে। লেগ স্টাম্পের দিকে ছুটে যাওয়া বলটি ক্রাউলি ব্যাটে লাগালেও স্লিপে ধরা পড়ে যান।
এরপরও একাধিকবার ইংলিশ ব্যাটারদের বিপদে ফেলেছেন বুমরাহ। ডাকেটের একটি ক্যাচ ফসকে গেলেও শেষ পর্যন্ত তাকেই ফেরান দুর্দান্ত এক ডেলিভারিতে। অভিজ্ঞ জো রুটও বুমরাহর শিকারে পরিণত হন।
এই তিন উইকেট নিয়েই ইতিহাস গড়েছেন বুমরাহ। 'সেনা' (SENA—দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশের বিপক্ষে টেস্টে কোনো এশিয়ান বোলারের সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন তিনিই। মাত্র ৬০ ইনিংসে সেনা দেশের বিপক্ষে ১৪৮ উইকেট তুলে নিয়েছেন ভারতীয় এই পেস সেনসেশন।
সেনা দেশের বিপক্ষে এশিয়ান বোলারদের সর্বোচ্চ টেস্ট উইকেট:
জাসপ্রিত বুমরাহ – ১৪৮*
ওয়াসিম আকরাম – ১৪৬
অনিল কুম্বলে – ১৪১
ইশান্ত শর্মা – ১৩০
মোহাম্মদ শামি – ১২৩