close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সেনা-পুলিশের চেকপোস্ট: গাড়ি ফেলে দুই যুবকের ভৌঁ দৌড়, মাদক দ্রব্যের উপকরণ উদ্ধার ..

abul hasan avatar   
abul hasan
সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ।
এ সময় দুই যুবক মোটরসাইকেল সড়কে ফেলে দৌড়ে পালিয়ে যায়। ..

 

 

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সেনাবাহিনীর ঠাকুরগাঁও স্থায়ী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কুতুবউদ্দিন ও ট্রাফিক পুলিশের শহর ও যানবাহন বিভাগের পুলিশ পরির্দক মো: হাসান আসকরী'র নেতৃত্বে শহরের গড়েয়া রোড সালন্দর মাদ্রাসা পাড়া এলাকায় চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হয়। 

সেনাবাহিনী ও পুলিশ জানা যায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ অভিযান চলমান রয়েছে। চেকপোস্ট এর অংশ হিসাবে আজ বিকেলে গড়েয়া রোডে বসা হয়। এসময় শহর থেকে কালিতলা বাজারের উদ্দেশ্যে বেপরোয়া গতিতে দুই যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাদের সিগন্যাল দিলে মোটরসাইকেল ফেলে ভৌঁ দৌড় দেন। পরে মোটরসাইকেলটি জব্দ করে সেনা ও পুলিশের সদস্যরা তল্লাশি করলে গাড়ির সিটের ভেতরে মাদক দ্রব্যের কিছু উপকরণ পাওয়া যায়। পরে মোটরসাইকেলটি বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। 

জানা গেছে, আটককৃত মোটর সাইকেলের মালিক দক্ষিণ সালন্দর মাদ্রাসা পাড়া মো: মোকসুর রহমানের ছেলে রাফি'র। আর সঙ্গে থাকা আরেক যুবকের পরিচয় পাওয়া যায়নি। রাফি স্থানীয় এক বিএম কলেজে পড়াশোনা করে বলে জানা গেছে।

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মো: মেহেদী হাসান বলেন, সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে। আজকে ১১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, চেকপোস্ট চলাকালে হলুদ রঙের একটি মোটরসাইকেলকে আটক করা। আটকের পর গাড়িতে মাদকদ্রব্যের কিছু উপকরণ পাওয়া যায়। গাড়ির মালিক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 

 চেকপোস্ট ও অভিযানে ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোস্তাফিজার রহমান ও সার্জেন্ট মো: আরেফে রব্বানী সহ সেনা ও ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যাও অংশ নেন।

Ingen kommentarer fundet


News Card Generator