close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সভাপতির বিশেষ উদ্যোগে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে জনাব আলী আহমেদ-এর বিদায় সংবর্ধনা। ..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
****

রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম গুণী শিক্ষক আলী আহমেদ-এর বিদায় উপলক্ষে এক হৃদয়গ্রাহী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ২৯ মে বৃহস্প্রতিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে সভাপতির সক্রিয় নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানের সার্বিক আয়োজন অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়। এঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের (সাবেক) প্রধান শিক্ষক আবু মুছা। এবং প্রধান বক্তা হিসাবে ছিলেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলিমা খাতুন। এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রীত অন্যান্য অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জনাব আলী আহমেদ-কে ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন তাঁর বিদায় ভাষণে জনাব আলী আহমেদ-এর অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, "একজন শিক্ষক কেবল পঠন-পাঠনের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি একজন পথপ্রদর্শক—যেমনটি ছিলেন জনাব আলী আহমেদ। তাঁর শূন্যতা আমাদের অনুভব করাবে প্রতিদিন।"অনুষ্ঠান শেষে সম্মানিত এই শিক্ষককে সুসজ্জিত গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়, যা ছিল বিদায় সংবর্ধনার এক অনন্য ও স্মরণীয় মুহূর্ত।

没有找到评论