close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে লালমনিরহাট জেলায়

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট করেসপন্ডেন্টঃ


চলতি অর্থবছরের জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা জেলার প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুরের লালমনিরহাট জেলায়। বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে ঢাকা বিভাগের ১৩ জেলার প্রবাসীরা পাঠিয়েছেন ১৩৮ কোটি ৪০ লাখ ডলার। এর মধ্যে, শুধু ঢাকা জেলার প্রবাসীরা পাঠিয়েছেন ১০২ কোটি ৭২ লাখ ডলার। যা দেশের যেকোনো জেলার মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে টাঙ্গাইল ৪ কোটি ৩১ লাখ ডলার এবং তৃতীয় অবস্থানে নারায়ণগঞ্জ ৪ কোটি ৫০ হাজার ডলার। বিভাগটির সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রাজবাড়ী জেলায়, যার পরিমাণ ৮৯ লাখ ডলার।

 
চট্টগ্রাম বিভাগে ১১ জেলার প্রবাসীরা পাঠিয়েছেন ৫৯ কোটি ৮১ লাখ ডলার। এর মধ্যে শীর্ষে চট্টগ্রাম জেলা। এ জেলার প্রবাসীরা পাঠিয়েছেন ১৬ কোটি ৫৪ লাখ ডলার, দ্বিতীয় অবস্থানে কুমিল্লা, রেমিট্যান্সের পরিমাণ ১২ কোটি ৩০ লাখ ডলার। এছাড়া, নোয়াখালীর প্রবাসীরা পাঠিয়েছেন ৭ কোটি ২৮ লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কোটি ৩০ লাখ ডলার, ফেনীতে ৬ কোটি ১৯ লাখ ডলার এবং চাঁদপুরে ৫ কোটি ৬০ লাখ ডলার। বিভাগটির সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রাঙ্গামাটি ও বান্দরবন জেলায়।

সিলেট বিভাগের চার জেলায় রেমিট্যান্স এসেছে ১৯ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে সিলেট জেলায় এসেছে ১০ কোটি ২৬ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে মৌলভীবাজার, রেমিট্যান্সের পরিমাণ ৩ কোটি ৯২ লাখ ডলার, হবিগঞ্জে এসেছে ২ কোটি ৬৭ লাখ ডলার ও সুনামগঞ্জে ২ কোটি ৬৬ লাখ ডলার।
 
খুলনা বিভাগের ১০ জেলায় এসেছে ৯ কোটি ৫২ লাখ ডলার। এর মধ্যে শীর্ষে রয়েছে যশোর, রেমিট্যান্স আহরণের পরিমাণ ১ কোটি ৮২ লাখ ডলার, কুষ্টিয়ায় ১ কোটি ৫০ লাখ ডলার, খুলনায় ১ কোটি ২১ লাখ ডলার এবং ঝিনাইদহে ১ কোটি ২০ লাখ ডলার। সবচেয়ে কম এসেছে বাগেরহাট জেলায়, যার পরিমাণ ৭১ লাখ ডলার।
রাজশাহী বিভাগের ৮ জেলায় রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৩ লাখ ডলার। বরিশাল বিভাগের ছয় জেলায় এসেছে ৬ কোটি ৭৫ লাখ ডলার। ময়মনসিংহ বিভাগের চার জেলায় এসেছে ৪ কোটি ২৫ লাখ ডলার এবং রংপুর বিভাগের ৮ জেলায় মোট রেমিট্যান্স এসেছে ৩ কোটি ১৯ লাখ ডলার।

Nema komentara