এর আগে একইদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্য চেকআপ করতেই তার এই হাসপাতাল যাওয়া, বলে দলীয় সূত্র জানিয়েছেন।
খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতা ও স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে (৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয়। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে তিনি ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। প্রায় সাড়ে তিন মাস চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
খালেদা জিয়ার স্বাস্থ্য সবসময়ই বাংলাদেশ রাজনীতির একটি আলোচিত বিষয়। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছেন। তার স্বাস্থ্য-সংশ্লিষ্ট প্রতিটি ঘটনা বিএনপির রাজনীতি ও সমর্থকদের আবেগের সঙ্গে গভীরভাবে যুক্ত ।