close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

স্বাধীন সাংবাদিকতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : যশোর থেকে অমিত..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
রোববার (১ জুন) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।..

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীন পথ রচনা করে গেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য অনুকরণীয় উদাহরণ।
রোববার (১ জুন) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, “বিএনপি সবসময় গণমাধ্যমবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। দেশের ইলেকট্রনিক মিডিয়ার বিকাশসহ আধুনিক সংবাদ মাধ্যমের বিস্তারে বিএনপির ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের সময়েই এই অগ্রযাত্রা শুরু হয়।
তিনি উল্লেখ করেন, দেশের সাংবাদিক সমাজ সবসময় বিএনপির পাশে থেকেছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাদের সহযোগিতা ও বলিষ্ঠ ভূমিকার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

“দেশপ্রেমিক সাংবাদিক সমাজ” ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সভাপতি আঞ্জুরুল হক খোকন, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

कोई टिप्पणी नहीं मिली