close

লাইক দিন পয়েন্ট জিতুন!

“সব দলই সংস্কার চায়, শুধু দু-একটি দল ছাড়া”— জামায়াতের জেলা আমীর শাহীনুর আলম..

Juwel Hossain avatar   
Juwel Hossain
জুলাই আন্দোলন শুরু করেছিল ছাত্ররা, পরে অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলনে অংশ নেয় এবং সফলতা পায়।”..

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও অবাধ-নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার মেঘাই পুরাতন বাজারে অবস্থিত মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে আলমপুর চৌরাস্তায় এসে শেষ হয়। কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামীর কাজিপুর উপজেলা শাখা।

মিছিল শেষে আলমপুর চৌরাস্তা গোল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমীর আলহাজ মাওলানা শাহীনুর আলম। 

তিনি বলেন, “সব দলই সংস্কার চায়, শুধু দু-একটি দল ছাড়া। জুলাই আন্দোলন শুরু করেছিল ছাত্ররা, পরে অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলনে অংশ নেয় এবং সফলতা পায়।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আমীর মো. জাহিদুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেন। বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর মাওলানা মো. আব্দুস সালাম, সিরাজগঞ্জ জেলা আদর্শ শিক্ষক পরিষদের কলেজ শাখার সভাপতি অধ্যক্ষ হাসান মনসুর মিলন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মো. শাহিনুর আলম প্রমুখ।

কর্মসূচিতে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments found