close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার তালার পাটকেলঘাটা বাজারে ভোক্তা অধিদপ্তরের তদারকি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম রবিবার (১৫ জুন) সকালে  তালা উপজেলার পাটকেলঘাটায় ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে তদারকি ও জরিমানা আদায় করে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম রবিবার (১৫ জুন '২৫) সকালে  তালা উপজেলার পাটকেলঘাটায় ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে তদারকি ও জরিমানা আদায় করে।

ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন'০৯ বাস্তবায়নে উক্ত ফ্যাক্টরি পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। 


এ সময় সাথে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

সহযোগিতায় ছিল জেলা পুলিশের ফোর্সের একটি চৌকস টিম। তদারকিকালে পাটকেলঘাটা ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে প্রদর্শিত মূল্য তালিকা থেকে অধিক মূল্যে পণ্যে বিক্রয় ও উৎপাদন তথ্য না থাকায় ৩৭ ও ৪০ ধারায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

لم يتم العثور على تعليقات