close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার তালায় নবাগত ইউএনও দীপা রানী সরকারের যোগদান

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মিজ দীপা রানী সরকার যোগদান করেছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মিজ দীপা রানী সরকার যোগদান করেছে।

সোমবার (৭ জুলাই '২৫) তিনি অত্র উপজেলায় যোগদান করেন। এ সময় ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বর, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।


উল্লেখ্য, দীপা রানী সরকার এর আগে সাতক্ষীরার আশাশুনি ও দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। এর আগে গত ২ জুলাই খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সোহেল রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

Walang nakitang komento