close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার তালায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
শনিবার বিকালে সাতক্ষীরার তালায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেছেন মোঃ হাবিবুল ইসলাম হাবিব এবং প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি রায় সহ অন্যান্য ব্যক্তিত্ব..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


“মাদককে না বলুন, সুস্থ জীবনে ফিরে আসুন” এই শ্লোগান সামনে নিয়ে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরার তালায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৪ মে '২৫) বিকালে তালা সদরের ডেঙ্গার বিলে যুব সংঘের আয়োজনে এ ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে ৫০ টি ঘোড়া অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বিএনপি নেতা মোশাররফ হোসেন, খালেদা জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবুবক্কর, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিনউল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, তালা কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন ইসলাম প্রমুখ।


প্রধান উপদেষ্টা হিসেবে খেলা পরিচালনা করেন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম।


পরিচালনার দ্বায়িত্ব পালন করেন, শিক্ষক নাসির উদ্দীন ও প্রভাষক মুস্তাক আহমেদ।


এই ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা দেখার জন্য উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা পর্যন্ত দুপুর থেকে রোদ বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে ছিলো।

कोई टिप्पणी नहीं मिली