সাতক্ষীরার তালায় ধর্ষ"ণচেষ্টা"র অভি"যোগে যুবক গ্রেপ্তার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মোঃ মিরাজ গাজী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার  (২৩ অক্টোবর '২৫) রাত সাড়ে ৯টার দিকে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মোঃ মিরাজ গাজী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার  (২৩ অক্টোবর '২৫) রাত সাড়ে ৯টার দিকে। আটক যুবক একই গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগীর প্রতিবেশী।

শুক্রবার (২৪ অক্টোবর '২৫) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী বারাত গ্রামের বাসিন্দা। তার স্বামী চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। এরপর আসামি বিভিন্ন সময়ে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন এবং কু-প্রস্তাব দিতেন। গত ২৩ অক্টোবর রাতে গৃহবধূর শ্বশুরবাড়িতে প্রবেশ করে মিরাজ গাজী জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূর চিৎকারে ঘরে থাকা তার সন্তান ও শাশুড়ি জেগে ওঠেন। পরে স্থানীয় লোকজন ও তার স্বামী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে আটক করেন।


খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়। এ ঘটনায় পরদিন ২৪ অক্টোবর ভুক্তভোগী তালা থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলা নং–১০, ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ)।


তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এদিকে এলাকাবাসীর দাবি, মিরাজ গাজী ও ওই গৃহবধূর মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে অনেকে ধারণা করছেন।

Walang nakitang komento


News Card Generator