close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার তালা ভূমিজ ফাউন্ডেশনের সমতা জন্য লড়ি (সজল) প্রকল্পের ত্রৈমাসিক সভা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত সমতা জন্য লড়ি (সজল) প্রকল্পের ত্রৈমাসিক সভায় অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাসের প্রধান কার্যক্রম..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


সাতক্ষীরার তালা ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে রবিবার (২৫ মে '২৫) সকালে সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আওতায় উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা অন্ত্যজ পরিষদের উপদেষ্টা শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, অন্ত্যজ পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সুমা সরকার, মুক্তা রানু , চায়না সরকার, রজব সরদার প্রমুখ।

সভায় অন্ত্যজ জনগোষ্ঠির অধিকার, মানবাধিকার, সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে আলোচনা হয়। সভায় আলোচকরা যোগ্যতাভিত্তিক সমাজ গঠনে অন্ত্যজ জনগোষ্ঠির ছাত্র-ছাত্রীদের দক্ষ করে গড়ে তোলার আহবান জানানো হয়। 

Keine Kommentare gefunden