close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার স্মার্ট বিদ্যালয়ে বাংলা বর্ষ বরণ ১৪৩২ উদযাপন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরায় ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উৎসাহে উদ্দীপিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২  উৎযাপন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল '২৫)  সকাল ০৮ থেকে দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উৎযাপন করা হয়।

ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের মুহাম্মদ হোসেন মিলানায়তনে  ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে বাংলা নববর্ষের বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, রফিক আহম্মেদ মোল্যা, আব্দুস সালাম সানা, জাহাঙ্গীর হোসেন, বি.ডি. এফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাংবাদিক জি, এম আমিনুল হক, আরশাদ আলী, ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আবুল খায়ের, ডি,বি ইউনাইটেড প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই, শামছুর রহমান সোনা, কানাই লাল কানু সাহা ও মেহেদী হাসান শিমুল প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি. বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, ফয়জুল হক বাবু প্রমুখ। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সদ্য এ্যাডহক কমিটির সভাপতি মো. নুরুল আমিন লাভলু জরুরি কাজে ঢাকায় অবস্থান করার কারণে অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। শুভেচ্ছা বার্তা পাঠ করেন গ্রাম্য ডাক্তার জিয়াউর রহমান। শুভেচ্ছা বার্তায়  তিনি বলেন  আগামী দিনে সকলের পথ চলা শুভ হোক অনিন্দ্য সুন্দর হোক সকলের জীবন। সকলের সুস্বাস্থ্য কামনা করেন। কবির কন্ঠে কণ্ঠ মিলিয়ে তিনি বলেন,
উদিত রবির প্রথম আলো 
দূর করবে সকল কালো। 
নতুন পোশাক নতুন সাজ। 
নতুন বছর শুরু আজ। 
মিষ্টি মন মিষ্টি হাসি--
শুভেচ্ছা জানাই রাশি রাশি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ প্রতিটি বাঙালির কৃষ্টি কালচার বহন করে। বাঙালিরা আবহমান কাল থেকে পহেলা বৈশাখ পালন করে আসছে। তিনি অতীতের সকল ভেদাভেদ ভুলে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের  সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

कोई टिप्पणी नहीं मिली