close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার সেই সাবেক ডিসি, এসপিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা ..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
বুলডেজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান, তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ও সিনিয়র সহকারী প..

সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সদর উপজেলার শাকরা কোমরপুর এলাকার বৈচনা গ্রামের মো. মাদার সরদারের ছেলে মো. ওবায়দুল্যাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মায়নুদ্দিন মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ওসিকে তদন্ত সাপেক্ষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।


অন্যান্য আসামিরা হলেন, তৎকালীন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইনামুল হক, তৎকালীন সদর থানার এস.আই মিজানুর রহমান, আবুল হাসেম, হায়াৎ মাহমুদ, শরীফ মিয়াজী ও হেকমত আলীসহ পুলিশের ১৫ জন এবং ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মী রয়েছে।


বাদীপক্ষের আইনজীবী সাতক্ষীরার আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. আবু বক্কর সিদ্দিক বলেন, ২০১৪ সালের ১ জানুয়ারি এ মামলার আসামিদের পরস্পর যোগসাজশে বাদী বৈচনা গ্রামের ওবায়দুল্যাহর বাড়ি ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে বুলডেজার দিয়ে তার বাড়ি ব্যাপক ক্ষতিসাধন করা হয়। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে বাদী ওবায়দুল্যাহ এ মামলাটি দায়ের করতে পারেননি। তাই র্দীঘ ১৫ বছর পর কোটি টাকার ক্ষতিপূরণসহ আসামিদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে তিনি আজ সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালতের বিচারক মো. মায়নুদ্দিন মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ওসিকে তদন্ত সাপেক্ষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

এই মামলার বাদী ওবায়দুল্যাহ জানান, ১ জানুয়ারি ২০১৪ তার বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে লুটপাট করে তৎকালিন ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী। যার নেতৃত্বে ছিলেন, তখনকার সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরই তার আস্থাভাজন তৎকালীন সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে বহাল তরিয়াতে রয়েছেন শেখ হাসিনার অবৈধ নির্বাচন ও খুন গুমে অংশ নেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান।


তিনি আরো বলেন, নাজমুল আহসানের সময়ে শুধু সাতক্ষীরা জেলাতেই রাজনৈতিক সহিংসতায় ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে যৌথবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ২৭ জন। এদের সবাই বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী।

コメントがありません


News Card Generator