close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার প্রতাপনগরে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, এতে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে..
শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। এদিকে ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড  কাজ শুরু করেছে। 
 
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে ভাটারটানে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় দুইশত ফুট এলাকা জুড়ে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা যায়। তবে নদীতে ভাটা থাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি । শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  আব্দুর রহমান তাছকিয়া। তিনি  ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। ভলগেট এর মাধ্যমে জিও ব্যাগে বালু ভর্তি করে ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। 
 
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান  আবু দাউদ ঢালীসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। 
Комментариев нет