শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার কুশখালি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৬ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৮ জুন'২৫) রাতে অনুষ্ঠিত এই হস্তান্তরের পর, বৃহস্পতিবার দুপুরে তাদেরকে সাতক্ষীরা সদর থানার মাধ্যমে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
হস্তান্তরকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মুন্সি নজরুল হকের ছেলে আবু সাঈদ মুন্সি, রংপুরের মুন্সিগঞ্জের বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে ওয়াজ কুরুনী, নারায়ণগঞ্জের কদমতলী গ্রামের মোঃ মাসুদের স্ত্রী রোকসানা বেগম, যশোর জেলার শার্শা উপজেলার বাঘআছড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী সাবরিনা খাতুন, একই উপজেলার সনাতনকাটি গ্রামের ইব্রাহীম সরদারের মেয়ে মোছাঃ হাফিজা বেগম এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের ওমর আলীর স্ত্রী রোকসানা খাতুন।
এই ব্যক্তিরা কৃষিকাজ এবং গৃহকর্মীর কাজে ২ থেকে ৬ বছর আগে সাতক্ষীরার ভোমরা, কুশখালিসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। ভারতীয় পুলিশ তাদের মুম্বাই এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার তারালি ক্যাম্পে বিএসএফ সদস্যদের কাছে হস্তান্তর করে। এরপর আন্তর্জাতিক আইন মেনে তাদেরকে বিএসএফের তারালি ক্যাম্পের পরিদর্শক বিকাশ রায় বিজিবির কাছে হস্তান্তর করেন।
সাতক্ষীরার কুশখালি বিজিবির হাবিলদার মেজবাহউদ্দীন জানিয়েছেন, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, তাই বিজিবি তাদের গ্রহণ করে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক নিশ্চিত করেছেন যে, থানায় হস্তান্তরিত ৬ জন নারী-পুরুষকে বৃহস্পতিবার দুপুরে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
এই ঘটনা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এবং মানব পাচার প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে। স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সহায়ক হতে পারে।