close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই সহোদর আটক ..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই সহোদর আটক 

 

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার পাওখালি সেনা ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামে তাদের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে আটক করা হয় একই পরিবারের দুই সহোদর মামুন ইসলাম (২০) ও মাসুম বিল্লাহ (১৮)-কে। তারা বাজার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। অভিযানের সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পয়েন্ট-টু-টু বোরের এয়ারগান, ৩০ রাউন্ড গুলি, ২টি দেশীয় রামদা, ১টি দেশীয় দা, ১টি কুড়াল, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে সেনাবাহিনী তাদের আটক করে কালিগঞ্জ থানায় সোপর্দ করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Walang nakitang komento


News Card Generator