close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার কালিগঞ্জে সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সাতক্ষীরার কালিগঞ্জে সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

এস এম তাজুল হাসান সাদ, (সাতক্ষীরা) থেকে 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের খড়িতলা গ্রামে সাপের কামড়ে আরিফুল ইসলাম (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরিফুল ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির আঙিনায় খেলছিল আরিফুল। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। এরপর পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে রাত ৯টার দিকে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকির বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। সাপে কামড় দিলে এক মুহূর্তও দেরি না করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা জরুরি। এখানে সার্বক্ষণিক এন্টিভেনমের (সাপের বিষের প্রতিষেধক) ব্যবস্থা রয়েছে।”

শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে একনজর দেখতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা।

کوئی تبصرہ نہیں ملا