সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় নাগরিক আটক

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
অভিনব কায়দায় সীমান্ত নদী পেরিয়ে কাকশিয়ালী নদী থেকে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

অভিনব কায়দায় সীমান্ত নদী পেরিয়ে কাকশিয়ালী নদী থেকে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৮ অক্টোবর '২৫) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিমগঞ্জ এলাকায় বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) নামের ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি একটি স্টিলের তৈরি বড় ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে নদীপথে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে ৫ লিটারের খালি পানির বোতল লাগানো ছিল, যা ভেসে থাকার জন্য ব্যবহৃত হয়। রাতের অন্ধকারে বসন্তপুর চৌমুহনী হয়ে কাকশিয়ালী নদী দিয়ে প্রায় ২ কিলোমিটার ভেসে এসে তিনি জনবহুল নাজিমগঞ্জ খেয়াঘাটে পৌঁছান। স্থানীয় জেলেরা ট্যাংকটি দেখে সন্দেহ হলে নৌকা নিয়ে কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান।পরে তাকে ধরে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।বিজিবির ধারণা, এই অভিনব কৌশল ব্যবহার করে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা হয়ে থাকতে পারে। আটক বীরেশ্বর দাশ গুপ্তের কথাবার্তায় অসংলগ্নতা থাকায় তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।


বিজিবির সুবেদার এনামুল হক বলেন মঙ্গলবার দিনগত রাতে স্থানীয় জেলেরা অবহিত করলে রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করি।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন বুধবার (২৯ অক্টোবর '২৫) সকালে বিজিবি সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন, মামলা নং ০৮/২৫। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator