সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার কালিগঞ্জ বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে থাকায় ডোবায় পড়ে রাহান নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জ বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে থাকায় ডোবায় পড়ে রাহান নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ জুন'২৫) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। রাহান ওই গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রাহানের বাবা মিজানুর রহমান গাজী মিলে ছিলেন, মা ব্যস্ত ছিলেন গোয়ালঘরে। এই সুযোগে রাহান খেলতে খেলতে টিউবওয়েলের পাশে থাক নোংরা ডোবাতে পড়ে যায়। কাজ শেষে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা রাহানকে ডোবায় ভাসতে দেখে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

রাহানের প্রতিবেশীরা বলেন, বাড়ির আঙিনায় এমন খোলা ও নোংরা ডোবা রাখা মারাত্মক অসতর্কতার পরিচয় দেয়। এ ঘটনায় অনেকেই নিজের অশ্রু সংবরণ করতে পারেননি। শিশুটির করুণ মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
  
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Không có bình luận nào được tìm thấy