শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে দলের ওয়ার্ড কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে। বুধবার (৩০ জুলাই '২৫) বিকেলে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন আয়োজিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও (তালা-কলারোয়া) সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, 'পুরাতন-নতুন ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের সম্মিলনে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। বিএনপিকে ধ্বংস করার বহু চক্রান্ত হয়েছিল, কিন্তু তারা পারেনি। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্ব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের সুপরামর্শে বিএনপি আজও মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে।'
এছাড়া তিনি জালালপুর ইউনিয়নের মানুষদের বারবার বিপুল ভোটে লিটুকে চেয়ারম্যান নির্বাচিত করার বিষয়ে প্রশংসা করেন এবং বলেন, 'তার নেতৃত্বেই ইউনিয়নে বিএনপি সুসংগঠিত রয়েছে। আমি বিশ্বাস করি, জালালপুর ইউনিয়ন আগামী দিনে তালা উপজেলার মধ্যে সর্বোচ্চ ভোট পয়েন্ট হবে ইনশাআল্লাহ।'
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব ইসলাম এবং সম্মেলন পরিচালনা করেন সার্চ কমিটির সদস্য ডা. আনারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সার্চ কমিটির সদস্য হাবিবুর রহমান এবং কর্মী ডা. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল গফফার, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, ইউনিয়ন বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম, শেখ আব্দুল আলীম প্রমুখ।
সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এ ধরনের সম্মেলন জেলা ও উপজেলায় বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের সম্মেলনের মাধ্যমে দলের অভ্যন্তরীণ সংগঠনকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।