close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার দঃ কাটিয়া, সাতক্ষীরা মসজিদ-ই-তানয়ীম সংলগ্ন মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা শহরের দঃ কাটিয়া, সাতক্ষীরা মসজিদ-ই-তানয়ীম সংলগ্ন মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।। সাতক্ষীরা শহরের দঃ কাটিয়া, সাতক্ষীরা মসজিদ-ই-তানয়ীম সংলগ্ন মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বছর পরে অনুষ্ঠিত মসজিদের নতুন কমিটির উদ্যোগে সকাল ৮ টায় হযরত মাওলানা মিজানুর রহমান আযমী'র ইমামতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জামাতে মহিলাদের অংশ গ্রহণের সুবন্দোবস্ত করা হয়।

নামাজ শেষে মুসুল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মসজিদ কমিটির নবনির্বাচিত সভাপতি কাজী আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক মীর মোস্তফা হাসান রন্টু।

জামাতে উপস্থিত ছিলেন, সাবেক ব্যাংকার কাজী নূরউদ্দিন আহমেদ, শেখ সামশুর রহমান মিঠু, বিশিষ্ট ব্যাবসায়ী জাহিদ হাসান, পরিবহন মালিক রাসিদুল ইসলাম, পাবলিক স্কুলের পরিচালক কামাল উদ্দীন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসুল্লিরা। ঈদের জামাতে মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষনীয়।

Tidak ada komentar yang ditemukan