close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার দেবহাটার বীর মুক্তিযোদ্ধা ওয়াজ নবী'র রুহের মাগফেরাত কামনায় দোয়া..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার দেবহাটার ধোপাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: ওয়াজ নবী'র রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরার দেবহাটার ধোপাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: ওয়াজ নবী'র রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১৩ জুন '২৫) বাদ জুমা ধোপাডাঙ্গা সরদার বাড়ী জামে মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মরহুমের পুত্র হাফেজ মেহেদী হাসান, ভাতিজা আবু রায়হান, ভগ্নিপতি মো: আজিজুল হক সরদার, ভাগনা শিক্ষক মো: আলিমুজ্জামান (শাহীন), সরকারি কেবিএ কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), শিক্ষক মো: আবু তালেব, ভাতিজা খোরশেদ আলম, জাহিদ হোসেন, শ্যালক আলহাজ্জ রওশন আলী, আল আমিন, আলহাজ্জ নজরুল ইসলাম, সাবেক মেম্বর মিঠু, কবির হোসেন, শফিকুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী তথা নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ ওয়াজ নবী (৭৬) যশোর আর্মি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন দিবাগত রাত আনু: ৩ টার দিকে ইন্তেকাল করেন।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র হাসান, ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (৮জুন) বাদ যোহর দেবহাটার ধোপাডাঙ্গা ঈদগাহ ময়দানে নামাজে জানাযার পূর্বে বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: ওয়াজ নবী'র কফিনে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার জাতীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
 
পর্যায়ক্রমে দেবহাটা থানা পুলিশ ও যশোর থেকে আগত সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন।
Tidak ada komentar yang ditemukan


News Card Generator