close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার দেবহাটায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সাতক্ষীরার দেবহাটায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার

বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক পহেলা বৈশাখ ১৪৩২ দেবহাটায় উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল ২০২৫) দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়।

উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বনবিবির বটতলায় গিয়ে শেষ হয়। ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ গান পরিবেশনার মাধ্যমে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়। সেখানে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ পরিবেশনসহ মনোমুগ্ধকর পরিবেশে নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ গোলাম কিউরিয়া, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, সদ্য সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান,সিনিয়র সাংবাদিক ফারুক মাহবুব,নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়ম হোসেন,দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল,সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল,আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন,একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান,দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল ও যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপ্পী,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।


সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশনায় বাঙালি সংস্কৃতির নানা দিক ফুটে ওঠে। পাশাপাশি বিভিন্ন গ্রামীণ খেলা-ধুলা আয়োজনের মাধ্যমে দিনটি আরও আনন্দঘন হয়ে ওঠে।উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বৈশাখী আয়োজন এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। পহেলা বৈশাখে এমন আয়োজন প্রতি বছর নিয়মিতভাবে ধরে রাখার প্রত্যাশা করেন এলাকাবাসী।

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator