close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার বাঁকাল চেকপোস্টে ৬টি স্বর্ণের বারসহ এক নারী আটক!! সাতক্ষীরার বাঁকাল চেকপোস্টে ৬টি স্বর্ণের বারসহ এক নারী পাচার কারীকে আটক করেছে বর্ডার গার..

Shahajan Hoshian avatar   
Shahajan Hoshian
সাতক্ষীরার বাঁকাল চেকপোস্টে ৬টি স্বর্ণের বারসহ এক নারী আটক!!

সাতক্ষীরার বাঁকাল চেকপোস্টে ৬টি স্বর্ণের বারসহ এক নারী পাচার কারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ জুন) দু..

সাতক্ষীরার বাঁকাল চেকপোস্টে ৬টি স্বর্ণের বারসহ এক নারী আটক!!

 

সাতক্ষীরার বাঁকাল চেকপোস্টে ৬টি স্বর্ণের বারসহ এক নারী পাচার কারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে অভিযান চালিয়ে ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকাল চেকপোস্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৬৯৬ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৫৫ লাখ টাকা। আটককৃত নারী পাচারকারীর নাম-পরিচয় জানা না গেলেও, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এক কর্মকর্তা।

Inga kommentarer hittades