সাতক্ষীরায় অবৈধ বিদ্যুৎ সংযোগে জরিমানা: দক্ষিণা ফাস্টফুডের বিরুদ্ধে ব্যবস্থা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে দক্ষিণা ফাস্টফুডকে জরিমানা করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা শহরে নাজমুল সরণি মিনি মার্কেট এলাকায় দক্ষিণা ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন '২৫) বিকালে  অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ও সাইফুল ইসলাম তৃতীয় মাত্রাকে জানান, সবকিছু পরীক্ষা করে দেখা গেছে এ প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩ থেকে ৪ মাস অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে। বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান মালিক জান্নাতুল ফেরদৌস কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপনকারী  ইলেকট্রিশিয়ান শাহিনুর রহমান কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ সোয়াইব হোসেন তৃতীয় মাত্রাকে জানান, এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছে এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ছাড়াও সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিস থেকে আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এসময় সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের ইঞ্জিনিয়ার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator