শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার (৩১ মে '২৫) ইউনিয়ন লেভেল-এ লিগ্যাল এইড রেফারেন্স মেকানিজম বিষয়ক অর্ধবাষিক সভা অনুষ্ঠিত হয়।
উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্তৃক বাস্তবায়িত পিআরভিডব্লিউ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, নারী অধিকার, মানবাধিকার ও মামলা সংক্রান্ত ধারণা প্রদান করেন এড. আবু ওয়াহেদ।
একইদিন বিকালে জালালপুর ইউনিয়নের নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ সভায় বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, নারী অধিকার, মানবাধিকার ও মামলা সংক্রান্ত ধারণা প্রদান করেন এড. আব্দুল মালেক।
এ সময় মাগুরা ও জালালপুর ইউনিয়নের ২৫ জন করে ৫০ জন আইন সেবিকাসহ উইমেন জব ক্রিয়েশন সেন্টারের ফাইন্যান্স অফিসার মনজিলা খাতুন, ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষ উপস্থিত ছিলেন।



















