close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা উপজেলায় জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে কৃষকদের টেকসই ও জৈব কৃষি চর্চার উপর গুরুত্বারোপ করা হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে জলবায়ু সহনশীল টেকসই কৃষির জন্য জৈব কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন ২০২৫) সকালে ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালাটি 'এরফরটি প্রকল্পের' আওতায় অনুষ্ঠিত হয়, যেখানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক ও যুবরা অংশগ্রহণ করেন।

ধানদিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পান্না লাল বিশ্বাস এই প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু বান্ধব টেকসই কৃষি চর্চার পথে সুনির্দিষ্ট বাধা ও চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানের উপায় বের করা। এছাড়াও যুব-কৃষকদের সাথে কৃষি বিভাগের মধ্যে যোগাযোগ স্থাপন এবং জলবায়ু বান্ধব কৃষি চর্চার জন্য সচেতনতা তৈরি করাও ছিল এই কর্মশালার অন্যতম লক্ষ্য।

প্রশিক্ষণে আলোচ্যসূচির মধ্যে ছিল স্থানীয় পর্যায়ে কৃষিতে জলবায়ু বান্ধব সংকট এবং যুব কৃষকদের সমস্যাসমূহ চিহ্নিত করা। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে পরিচালিত বিভিন্ন সেবাসমূহ সম্পর্কে যুব কৃষকদের অবগত করানো হয় এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার ব্যাপারে অনুকূল পরিবেশ তৈরিতে অনুপ্রাণিত করা হয়।

প্রশিক্ষণে আরও আলোচনা করা হয় কিভাবে স্থানীয় পর্যায়ে যুব কৃষকদের কৃষি চর্চায় উদ্বুদ্ধ করা যায়। কোন সবজি কোন সময়ে চাষ করা উচিত এবং জৈব উপায়ে কিভাবে সবজি চাষ করতে হবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। জৈব সার উৎপাদনের পদ্ধতি, ভার্মি কম্পোস্ট তৈরির উপায় এবং স্মার্ট ও টেকসই কৃষিতে যুব কৃষকরা কিভাবে কাজ করতে পারে সে সম্পর্কেও প্রশিক্ষণ দেয়া হয়।

কৃষকদের চাহিদা ছিল স্থানীয় পর্যায়ে জলাবদ্ধতা এলাকায় বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা। এছাড়াও, এগ্রোইকোলজি চর্চার মাধ্যমে যুবদের অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং লবণ সহিঞ্চুতার জন্য ফসল উৎপাদনে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির উপর জোর দেয়া হয়। আধুনিক কৃষির প্রশিক্ষণ এবং যুব কৃষক তৈরিতে স্থানীয় কৃষকদের সবুজ উদ্যোক্তা হিসেবে তৈরির জন্য ভবিষ্যৎ বীজ তহবিল প্রদানের পরামর্শ দেয়া হয়।

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় কৃষকদের আরো সক্ষম করে তোলা এবং তাদের টেকসই কৃষি চর্চার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে।

Ingen kommentarer fundet