close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, লিগ্যাল এইডের প্রধান উদ্দেশ্য হলো আইনের চোখে সকলের সমান অধিকার নিশ্চিত করা এবং বিচারপ্রার্থী মানুষ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, লিগ্যাল এইডের প্রধান উদ্দেশ্য হলো আইনের চোখে সকলের সমান অধিকার নিশ্চিত করা এবং বিচারপ্রার্থী মানুষের আইনি অধিকার রক্ষা করা। তিনি আরও বলেন, লিগ্যাল এইড কোন করুণা নয়। বরং এটি প্রত্যেক নাগরিকের একটি মৌলিক অধিকার।


কতিপয় ক্ষেত্রে লিগ্যাল এইড অফিসে বিচারপূর্ব আপোস এখন বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ করে জেলা ও দায়রা জজ বলেন,  বিচার নয়, ন্যায়বিচারই কাম্য। আর যদি সেটি দ্রুত ও কম খরচে হয়, তবে কেন আমরা সেটিকে গ্রহণ করবো না।


তিনি লিগ্যাল এইডের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাতক্ষীরা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অংশীজন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।  


বুধবার (২৯ অক্টোবর '২৫) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দীন, জেলা প্রশাসক এর প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুকিত হাসান খান, ডা. ফরহাদ জামিল, বারের সভাপতি  অ্যাড. এম, শাহ আলম ও সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক এবং দৈনিক ইত্তেফাক ও একুশে টিভির সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি।

এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, দুদকের পিপি অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, প্যানেল আইনজীবী ও সাংবাদিক খায়রুল বদিউজ্জামান,  নাজমুন নাহার, ওসিসি'র আব্দুল হাই সিদ্দিকী, মানবাধিকার কর্মী সাকিবুর রহমান বাবলা, জেলার মনিরুজ্জামান মনির, সুশিলনের মনিরুজ্জামানসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সভায় লিগ্যাল এইড কার্যক্রমকে বেগবান করতে জেলায় ৭৭টি ইউনিয়ন কমিটিকে সক্রিয় করণ, জুম মিটিং করাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
সমগ্র সভাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ লিটন দাশ।

Nema komentara


News Card Generator