close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন: টাউনশ্রীপুরে সচেতনতামূলক কর্মসূচি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার টাউনশ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের টাউনশ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উৎযাপন করা হয়েছে।

সোমবার (২ জুন '২৫) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে টাউন শ্রীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবুল হোসেন এইচ এ শেখ রাশিকুল ইসলাম, এফডাব্লিউএ সোনিয়া সুলতানা, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা, ৫ বছরের শিশুর মা বাবা, সিএসও, সিভিএ, স্থানীয় ক্ষুদ্র উদ্দোক্তা সহ ইউএফ সাইফুল ইসলাম ও কমিউনিটি প্রমোটর ছাবিনা বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

لم يتم العثور على تعليقات