সাতক্ষীরায় ঈদুল আজহা উপলক্ষ্যে জেলা প্রশাসকের বাংলোয় ব্যতিক্রমী প্রীতিভোজ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় রোববার (০৮ জুন'২৫)  দুপুরে ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যতিক্রমী প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় রোববার (০৮ জুন'২৫)  দুপুরে ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যতিক্রমী প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

পুরো বাংলোজুড়ে রবীন্দ্র সংগীতের মূর্ছনা প্রীতিভোজের আবেদনকে আরও প্রীতিময় করে তুলেছিল। এর ফাকে ফাকে চলছিল জ্ঞানমুলক আড্ডা। ছিল সক্রেটিস থেকে আইনস্টাইন, কবি রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতার অংশবিশেষ ‘‘ মাইলস টু গো বিফোর আই স্লিপ’’,প্লেটোর পলিটিকো গ্রন্থের আলোচনাসহ দেশের সমসাময়িক আলোচনা।

প্রীতিভোজে জেলা প্রশাসক মোস্তাক আহমেদসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার মনিরুল ইসলাম,প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাতক্ষীরার উপ-পরিচালক রেজাউল চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা,সাতক্ষীরার উপ-পরিচালক আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদি, জামায়াত নেতা নূরুল হুদা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক আবুল কাসেম, সাংবাদিক আসাদুজ্জামান, সাংবাদিক হাবিবুল বাশার ফরহাদ, হোসেন আলী, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আরাফাত হোসাইন, মুখপাত্র মোহেনী পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া শনিবার (০৭ জুন'২৫) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ঈদুল আযহা উপলক্ষ্যে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রীতিভোজে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেকসহ জেলা জামায়াত ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

No comments found


News Card Generator