শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামে বে-সরকারী সংস্থা উত্তরণের জমি দখল করে সেখানে গৃহনির্মাণ চেষ্টা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় তালা উপজেলা নির্বাহী অফিসার ও তালা থানা অফিসার ইনচার্জ বরাবর আবেদন করেছেন উত্তরণের প্রশাসন বিভাগের সহকারি সমন্বয়কারি শম্ভু চরণ চৌধুরী। পরবর্তীতে জাতপুর ক্যাম্প ইনচার্জ অশোক কুমার পাল ঘটনাস্থলে গিয়ে উক্ত নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
উত্তরণের প্রশাসন বিভাগের সহকারি সমন্বয়কারি শম্ভু চরণ চৌধুরী জানান, বে-সরকারী সংস্থা উত্তরণ পক্ষ থেকে জাতপুর গ্রামে ইং ১৩/৩/২০১৩ তারিখের ৯৩নং রেজি: কোবলা দলিল ও ৫/৫/২০১৪ তারিখে ১৭৬০ নং রেজি: কোবলা দলিলমুলে প্রাপ্ত হয়ে নামপত্তন করত: সরকারের করাদী পরিশোধ করত: এবং বর্তমানে বিআরএস খতিয়ানে নিজ নামে রেকর্ড করে সেখানে গোডাউনসহ উন্নত চুলা তৈরী কারখানা নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল কওে আসছিল।
হঠাৎ করে শনিবার (৫ এপ্রিল ২৫) সকাল ১০ টার দিকে জাতপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ বিশ্বাসের পুত্র মোঃ সাইফুল্লাহ ও মোঃ শহিদুল্লাহ ওসমানী এবং মৃত ইসমাইল বিশ্বাসের পুত্র আবদুল মাজেদ বিশ্বাস ও মোঃ ফারুক বিশ্বাসসহ অজ্ঞাতনামা ৩/৪জন উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে জবর দখলের লক্ষ্যে সেখানে গৃহনির্মাণের চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে তারা আমাদের খুন যখম করার হুমকি প্রদান করে।
এ ঘটনায় তাৎক্ষনিকভাবে তালা উপজেলা নির্বাহী অফিসার ও তালা থানা অফিসার ইনচার্জ বরাবর আবেদন করা হয়। উল্লেখ্য, উক্ত জমির জে, এল নং-১০৮ মৌজা-জাতপুর, উপজেলা-তালা, জেলা-সাতক্ষীরা, এস এ খতিয়ান নং-২৮৯১, ২৮৬, ২৮৭এস এ দাগ নং-৩৮৩, ৪০৯ ,৪১০ বিআরএস খতিয়ান নং-১২০, বি আরএস দাগ নং-২২৪,২২৫,২২৭ জমির পরিমাণ ৬৫ শতক।
এ বিষয়ে জাতপুর ক্যাম্প ইনচার্জ অশোক কুমার পাল জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উক্ত নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।