close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক ক্যাম্পেইন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মশাবাহিত রোগ সচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে ক্যাম্পেইন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা পৌর শহরে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে একটি ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 'নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৫ আগস্ট '২৫) সকাল ৯টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর আয়োজনে এবং সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইন শুরু হয়। 

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিলো মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মশার উপদ্রব হ্রাস করা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা, পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড় থেকে কবিরাজ মোড়, মায়ের বাড়ি মন্দির থেকে বদ্মিপুর কলোনীসহ বিভিন্ন এলাকার মাইকিং ও প্রচারণা করা হয় এবং এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা এবং নোংরা পানি পরিষ্কার করা হয়। 

ব্রাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার সাদিয়া সুলতানা বলেন, 'সাতক্ষীরায় মশা ও ডেঙ্গুমুক্ত রাখতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রত্যেকের নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, টায়ার, পরিত্যক্ত পাত্র, এমনকি এসির জলীয় অংশেও যদি জল জমে থাকে, তাহলে সেখানে মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই নিয়মিতভাবে এই স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অপরিহার্য।' 

ব্রাকের ওসিসিএইচ প্রজেক্টের নতুন ম্যানেজার অমিত কুমার সরকার বলেন, 'সাতক্ষীরা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা আবর্জনা অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে, তাহলে এই শহর সুন্দর থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সাতক্ষীরা গড়ি।' 

ক্লিনিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়ক টি-আই-বি, আল-আমিন হোসেন, ব্রাক স্বাস্থ্য প্রোগ্রাম সাতক্ষীরা কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার, কমিউনিটি হেলথ ওয়ার্কার হীরা মনি, হেলথ ওয়ার্কার শাহিদা খাতুন। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিট যুব প্রধান ইলিয়াস হোসেন এবং অন্যান্য যুব সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাতক্ষীরার এই উদ্যোগটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তাদেরও নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব উপলব্ধি করিয়েছে। এই ক্যাম্পেইনটি কেবল বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে না, বরং ভবিষ্যতে এ ধরনের রোগের প্রকোপ হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Nenhum comentário encontrado