close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে যুব নেতৃত্বে প্লাস্টিক দূষণ বিরোধী মানববন্ধন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার ধানদিয়া কাটাখালী আইডিয়াল দাখিল মাদ্রাসায় বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া কাটাখালী আইডিয়াল দাখিল মাদ্রাসায় প্লাস্টিক দূষণ বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন ২০২৫) সকাল ১০টায় এই কর্মসূচি আয়োজিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে এবং গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা ইয়ূথ হাব এই অনুষ্ঠানের আয়োজন করে। 

মাদ্রাসার শিক্ষক মো: মোসলেম আলীর সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করা এখনি সময়" বিষয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, "গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি"—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। 

অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়ে বিভিন্ন বার্তা সম্বলিত পতাকা প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি সাকিব হোসেন, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর লিপি চৌধুরী এবং যুব সদস্যবৃন্দ। 

বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন পালিত হয় এবং এটি পরিবেশ রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ১৯৭২ সালে জাতিসংঘ কর্তৃক পরিবেশের উপর স্টকহোম সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত এই দিবসটি প্রথম ১৯৭৩ সালে 'এক পৃথিবী' থিম নিয়ে পালিত হয়। এর পর থেকে এটি সামুদ্রিক দূষণ, অতিরিক্ত জনসংখ্যা, বৈশ্বিক উষ্ণতা, টেকসই উন্নয়ন এবং বন্যপ্রাণী অপরাধের মতো পরিবেশগত বিষয়গুলোতে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। 

বিশ্ব পরিবেশ দিবস বিভিন্ন বেসরকারী সংস্থা, ব্যবসা, সরকারী সংস্থা এবং সেলিব্রেটিদের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এতে বার্ষিক ১৪৩টিরও বেশি দেশ অংশগ্রহণ করে, যা পরিবেশগত কারণের পক্ষে কথা বলার জন্য একটি থিম এবং ফোরাম প্রদান করে। 

অনুষ্ঠানের সমাপ্তিতে বক্তারা সবাইকে পরিবেশ সংরক্ষণে আরও বেশি সচেতন এবং সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Nema komentara