close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বিএনপির প্রস্তুতি ও প্রতিবাদ সভায় দলীয় ঐক্যের আহ্বান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির প্রস্তুতি ও প্রতিবাদ সভায় নেতারা ঐক্যের আহ্বান জানিয়েছেন ও বিভ্রান্তি প্রতিহতের প্রতিশ্রুতি দিয়েছেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিএনপির আয়োজনে এক প্রস্তুতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ জুলাই '২৫) বিকাল ৪টায় উপজেলার রোকেয়া মনছুর মহিলা কলেজ সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী সাপুই ও আনিছুর রহমান হাবিবুল্লাহ। এছাড়া কৃষ্ণনগর বিএনপির আহ্বায়ক আল মাহমুদ ছোট, সদস্য সচিব মাহমুদ মোস্তফা, বিষ্ণুপুর আহ্বায়ক জিএ রফিকুল ইসলাম, রতনপুরের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম বাবু, এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আগামী ৮ জুলাই কালিগঞ্জে বিএনপির নবায়নকৃত ফরম যাচাই-বাছাই হবে জেলা নেতৃবৃন্দের অংশগ্রহণে। এই প্রক্রিয়ায় সকলের উপস্থিতি থাকতে হবে। নেতারা আরও বলেন, বিএনপির নামধারী কিছু ব্যক্তি আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে দলের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এদের প্রতিহত করার তাগিদ দেয়া হয়।

উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম বলেন, দলের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে এবং বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, কিছু অর্বাচিন ব্যক্তি বিতর্ক সৃষ্টি করতে পারে, তাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, ড্যাব এর সাতক্ষীরা সভাপতি হাসানুর রহমান, এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সার্স কমিটির সদস্যবৃন্দ সহ শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

বক্তারা দলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় সজাগ থাকার আহ্বান জানান এবং দলের মধ্যে বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

No se encontraron comentarios