সাতক্ষীরায় আম ভর্তি ট্রাক উল্টে যাওয়ায় এক ব্যবসায়ীর মৃত্যু..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় চিংড়িখালি নামক স্থানে আম ভর্তি ট্রাক উল্টে যাওয়ায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

নিয়ন্ত্রণ হারিয়ে আম ভর্তি ট্রাক উল্টে যাওয়ায় এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে '২৫) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের চিংড়িখালি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম- শহীদুল ইসলাম। তিনি যশোর জেলার শার্শা থানাধীন কায়বা গ্রামের আব্দুল মাজেদ এর ছেলে।

প্রত্যক্ষদর্শী লাবসা গ্রামের সোহরাব হোসেন ও মৃতের স্বজনরা জানান,   বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলারোয়া থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৫-০৭৭৪) আম ভর্তি করে  কালিগঞ্জের মৌতলা বাজারে নিয়ে যাচ্ছিলেন আম ব্যবসায়ি যশোর জেলার শার্শা থানাধীন কায়বা গ্রামের শহীদুল ইসলাম। রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা মোড় পার হয়ে মেডিকেল কলেজের দিকে যাওয়ার পথে চিংড়িখালি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বিলের মধ্যে উল্টে যায়। এতে চালক চলে যেতে পারলেও পাশে বসে থাকা ব্যবসায়ি শহীদুল ইসলাম ট্রাকের নীচে চাপা পড়েন। রাত ১১টার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। নিহত শহীদুল ইসলামের লাশ সদর হাসপাতালে রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator