close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধনডাঙা জামে মসজিদে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, সন্ধ্যায় এই মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে মরহুমের রূহের মাগফেরাত কামনায় কুরআন তেলাওয়াত, দুরুদ পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন ০৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ এবাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর। তার বক্তব্যে তিনি আল্লামা সাঈদীর জীবনী ও তাঁর ইসলামী চিন্তাধারার উপর আলোকপাত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মাওলানা জাকির হোসাইন তার বক্তব্যে বলেন, 'আল্লামা সাঈদী ছিলেন ইসলামী আন্দোলনের একজন অগ্রণী নেতা, যার অবদান স্মরণীয়।' মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মহিবুল্লাহ এবং মাওলানা রওশন আলমও তাদের ভাষণে মরহুমের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে দাওয়াতী ইউনিট কমিটি, যুব কমিটি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। দাওয়াতী ইউনিট কমিটির সভাপতি হিসেবে হাফেজ শাহেদুজ্জামান এবং সেক্রেটারি হিসেবে মো. ইনামুল কবির মনোনীত হন। যুব কমিটির সভাপতি মো. লাকি পারভেজ এবং সেক্রেটারি হাফেজ ইবাদুল ইসলাম মনোনীত হন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে মো. একরামুল কবির এবং সেক্রেটারি মো. আব্দুল হামিদ মনোনীত হন।

এ ধরনের অনুষ্ঠান ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একতা ও সংহতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে অংশগ্রহণকারীরা মরহুমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার জীবনের আদর্শ অনুসরণের অঙ্গীকার করেন। ভবিষ্যতে এ ধরনের আরও অনেক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান।

نظری یافت نشد