close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম আশার সুস্থতা কামনা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনটিভির ক্যামেরা পার্সন শেখ আরিফুল ইসলাম আশা করেন কিডনী ও পিত্তথলির অপারেশনের সফলতা এবং সুস্থতা কামনা করেছেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: শারীরিক অসুস্থতার কারণে বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনটিভির ক্যামেরা পার্সন শেখ আরিফুল ইসলাম আশা। আজ রোববার (২০ এপ্রিল '২৫) রাত ৮টায় এই অপারেশন করা হবে। এ ব্যাপারে তিনি সকলের দোয়া চেয়েছেন।

শেখ আরিফুল ইসলাম আশার সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএ টিভির ক্যামেরা পারসন মো: জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক এটিএন বাংলার মো: ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরটিভির মোঃ মামুন রেজা, দফতর সম্পাদক সময় টিভির মো: সাগর হোসেন, মাইটিভির একরামুজ্জামান জনি, যমুনা টিভির জিয়ারুল ইসলাম, চ্যানেল এস এর মোঃ আবু রায়হান, বাংলাভিশন অনলাইনের মোঃ ফারুক হোসেন রাজ ও এনটিভি অনলাইনের সদর উপজেলা প্রতিনিধি চন্দন চৌধুরী।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator