close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় তালা প্রেসক্লাবে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: আব্দুল কাদেরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় তালা প্রেসক্লাবে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: আব্দুল কাদেরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মো: আব্দুল কাদের শেখ বলেন, আনীত অভিযোগটি সম্..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় বৈসম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: আব্দুল কাদেরের বিরুদ্ধে মিথ‍্যা চারের প্রতিবাদে তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৩ মে '২৫) দুপুরে তালা প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন, কেন্দ্রীয় শহীদ সোহরাওয়ার্দী  কলেজ শাখার সংগঠক মো:আব্দুল কাদের শেখ। 


‎‎লিখিত বক্তব‍্যে মো:আব্দুল কাদের শেখ বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি সম্পুর্ন মিথ‍্যা ভিত্তিহীন ও বানোয়াট। একটা গণতন্ত্রকামী রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হল মিডিয়া। মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন, অগ্রযাত্রা, সকল ভালো দিক সকল কিছুই জনগণ তথা বহির্বিশ্বে পৌঁছায় যার দরুন মিডিয়ার কর্তব্য সকল সময় সঠিক ও নির্ভুল তথ্য জন সম্মুখে প্রকাশ করা। এ কথা যেমন রাষ্ট্রের জন্য প্রযোজ্য তেমন ব্যক্তিক্ষেতত্রেও সঠিকভাবে এর কথা প্রতিফলনযোগ্য। তবে বর্তমানে অনেক পতিত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট মিডিয়া ব্যক্তিত্বের কারণে আজ এই মহান পেশাটি তার গৌরব উজ্জ্বল অতিত হারানো দারপ্রান্তে।


‎‎তিনি আরো বলেন, যেখানে আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং বর্তমানেও আমি ও আমার তালা উপজেলার একজন কেন্দ্রীয় অন্যতম শাখার শহীদ সোহরাওয়ার্দী  কলেজ সংগঠক হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ব্যতীত সকল পর্যায়ে ছাত্রদের নিয়ে সুন্দর সমাজ বিনির্মাণে  ব্যস্ত সময় পার করছি। সেখানে এ ধরনের অপপ্রচার ও মিথ্যা অভিযোগ আমাদেরকে পিছনদিকে আটকে ধরার নামান্তর। এক্ষেত্রে আমার নামে আনিত অভিযোগ যেমন :ছাত্রলীগের পুনর্বাসন(যা আমার আদর্শ ও কর্মকাণ্ডের সম্পূর্ণ বিপরীত), বণিক সমিতি দখল(বর্তমানে বণিক সমিতি সরাসরি প্রশাসনের সহযোগিতায় চলছে,এর পূর্বে বণিক সমিত ফাসিস্টদের নিয়ে তৈরি ছিলো),মুক্তিযোদ্ধা ভবন তালা দেওয়ার ব্যাপার ( এই ভবন  উদ্ভাবনের পর কখনো কোন ধরনের কার্যক্রম চালু হয় নাই এ বিষয়ে যে সকল অভিযোগ ও মিথ্যাচার করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন প্রণীত যার সকল প্রমাণ কথোপকথন, রেকর্ডিং আমার নিকট বিদ্যমান।


‎‎আব্দুল কাদের আরো বলেন, আমার সম্পর্কে যে প্রেস রিলিজ হয়ছে তা সম্পূর্ন বানোয়াট যারা এটা করছে তারা বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের কেউ না। আমরা সবাই জানি ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  সম্বনয়ক বা প্রতিনিধি পরিচয় দিতে পারবে না তবে শুধুমাত্র যাদের পদ পদবী আছে তারা তাদের পদের পরিচায় দিবে। কিন্তু আমার নামে যে প্রেস রিলিজ হয়েছে তা প্রতিহিংসামূলক।বর্তমানে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেোক্সর সামনে অবৈধ‍ দখল সম্পর্কে কাজ করার জন্য কিছু আমাকে দমানোর লক্ষ্য এমন নিউজ করে। এই প্রতিহিংসাকে বাদ দিয়ে জনস্বার্থে দেশের জন্য কাজ করি।  তাই আমি আশা করবো সমাজের সকলকে নিয়ে  সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণের সামনে অগ্রসর হওয়া উচিত। তেমন সকলের প্রতি অনুরোধ সকল প্রকার  সাংবাদিক মিডিয়া কর্মী,  সকল পর্যায়ের জনগণ, ছাত্রদের সাথে নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি এই মর্মে সকলের সহযোগিতা একান্ত কাম্য। ‎এই বিষয়ে সাতক্ষীরা জেলা  বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সংগঠক মোস্তাফিজুর রহমান ও জেলা যুগ্ম আহ্বায়কের কাছে এই বিষয়ে জিজ্ঞেসা করলে তাঁরা বলেন, আমরা এই বিষয়ে কিছু জানি না ও আমাদের কাছে এই বিষয়ে কোন নিদির্ষ্ট প্রমাণ নেই যে বা যারা এগুলো করেছেন তারা এই প্লাটফর্মকে বিতর্ক করার চেষ্টা করছে। আব্দুল কাদেরকে বহিস্কার করলে কেন্দ্র থেকে আমাদের কাছে চিঠি আসবে কিন্তু আমরা তেমন কোন আলামত পাইনি।


‎তালা উপজেলার বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারি বর্তমানে কমিটি ছাড়া সকল ছাত্র জনগণকে নিয়ে সংগঠকের দায়িত্ব পালন করছেন শাহা জালাল আহমেদ রুমি তার কাছে এই বিষয়ে বলেন, আমি আমার উপজেলা নিয়ে কাজ করছি। কিন্তু এই বিষয়ে আমি কিছু জানিনা তবে বর্তমানে একটা খাস জমি যা ১৭ বছর ধরে আগমী লীগের দোসররা দখল করে রাখছে। বর্তমানে সেখান দিয়ে একটা ড্রেন নির্মানের কাজ চলোমান যা একটি জনস্বার্থের জন্য আমরা বিভিন্ন অফিস আদালতে ছোটাছুটি করছি এর জন্য এই আওমীলীগের দোসনরা আমাদেরকে কোনভাবে আটকাতে না পেরে বিভিন্ন অপপ্রচার চালানো শুরু করছে এর তীব্র নিন্দা জানাই।

לא נמצאו הערות


News Card Generator