close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী শরিফা আক্তারের আকস্মিক মৃত্যু..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের অনার্স শিক্ষার্থী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠান এবং তার পরিবারের মধ্যে। বৃহস্পতিবার (২১ আগস্ট '২৫) সকাল ১০টার দিকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। কলেজ কর্তৃপক্ষ দ্রুতই তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শরিফা আক্তার লিপি সাতক্ষীরার বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে। তার রোল নম্বর ছিল ২২১৬১২১। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, কলেজ কর্তৃপক্ষ ও পরিবার এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। 

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, 'আমাদের ছাত্রী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষ শোকাহত। আমরা তার পরিবারের পাশে আছি এবং ২৪ আগস্ট তার রুহের মাগফিরাত কামনায় বাদ জোহর সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছি।' 

শরিফা আক্তারের সহপাঠীরা তার এই অকাল মৃত্যুর খবরে মর্মাহত। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি শোক প্রকাশ করছে। পরিবার সূত্রে জানা গেছে, শরিফা ছিলেন একজন মেধাবী ছাত্রী এবং তার আকস্মিক মৃত্যু পরিবারের জন্য একটি বড় ধাক্কা। 

এই ঘটনায় সাতক্ষীরা জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও শোক পালিত হচ্ছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আরও সজাগ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

শরিফার এই অকাল মৃত্যু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।

کوئی تبصرہ نہیں ملا