close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৮ম সাধারণ সভা সম্পন্ন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২৩-২০২৪ অর্থ বছরের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে '২৫) সকালে তালার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম।

তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ স্বপন মিত্রের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়নের সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম, পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান, সাইদুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আজিজুর রহমান, তালা অফিসের উপজেলা ব্যবস্থাপক মোঃ রেজোয়ান হোসেন প্রমুখ। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রভাষক ওবায়দুর রহমান, প্রভাষক স্বন্দীপ ঘোষ, প্রধান শিক্ষক সূর্য্য পাল, মোঃ ইমদাদুল হক প্রমুখ।

দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

Ingen kommentarer fundet


News Card Generator