close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু অতিথি হিসেবে উদযাপিত হয়েছে..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১০ টার সময় (২৪ মে '২৫) সাতক্ষীরা লেকভিউতে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
 
বিশিষ্ট সমাজসেবক সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু সাইদ ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  আবুল হাসান হাদি, সাতক্ষীরা  শহর জামায়াতের আমির মোঃ জাহিদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু।
 
আগরদাড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কবির হোসেন মিলন, ও সাবেক অধ্যাপক মোজাম্মেল হক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সহ-সভাপতি ডিএম কামরুল ইসলাম ও শিক্ষক আব্দুর রব ওয়ার্ছি। বক্তব্যে অতিথি গন বলেন দেশ ও জাতির জন্য গনমাধ‍্যম এর বিকল্প নেই। সাতক্ষীরা অনেক জেলার চেয়ে পিছিয়ে আছে এবং বিশেষ কারণ তুলে ধরে বস্তু নিষ্ঠু সংবাদ প্রকাশ করার একমাত্র মাধ্যম সেটা সাংবাদিকরা করতে পারে। সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা আগামী দিন সেই ভুমিকা রাখবে এবং এই সংগঠন এর সাথেই যারা আছে তাদের সকলকে সাধুবাদ জানাই ও সংগঠন এর সাফল্য কামনা করি। সভায় সংস্থার সকল সদস্যবৃন্দ এবং জেলার  বিভিন্ন স্থরের ব‍্যাক্তিসহ বিভিন্ন পেশার মানুষ  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন শাহজাহান আলী মিঠু এবং সাংবাদিক কল‍্যাণ সংস্থার সরণীকা বই প্রকাশ করা হয়। 
Hiçbir yorum bulunamadı


News Card Generator