close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাভায় বিশ্ব সংবাদপত্র দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাভায় বিশ্ব সংবাদপত্র দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: বিশ্ব গণমাধ্যম দিবস ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে '২৫) সকালে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী  কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিল্টন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস।

এ সময় আরো বক্তব্য রাখেন দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান, নন্দিত টিভির বার্তা সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিনিধি জাকিরুল ইসলাম শরীফ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আলমগীর হোসেন, দৈনিক সত্যপাত পত্রিকার প্রতিনিধি সাদ্দাম হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক আলো পরশ পত্রিকার আব্দুল করিম, সাতক্ষীরা চিত্র এর রুহুল কুদ্দুস, সাংবাদিক নজরুল ইসলাম,  সাংবাদিক মামুন হোসেন, সাংবাদিক আসাদুর রহমান, সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক মেহেদী হাসান, সাংবাদিক মোস্তাকিম হোসেন, সাংবাদিক তৌফিক হাসানসহ সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ। 

এ সময় বক্তারা শুধু বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে নয়, বছরের প্রতিটি দিন সাংবাদিকদের অব্যাহত সুরক্ষার ওপর জোর দিতে রাষ্ট্রের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দানকারী সব সাংবাদিকের আত্মার মাগফিরাত এবং নানা সময় নানান হয়রানির শিকার সাংবাদিকদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানানো হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator