close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় অন্তঃস্বত্বা গৃহবধুকে গণধর্ষণ মামলায় গ্রেপ্তার-১, পাঁচ দিনের রিমান্ড আবেদন ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙা গ্রামে মুরগি ও মাছের সমন্বিত খামারের কর্মচারীকে বেঁধে রেখে অন্তঃস্বত্বা গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন নামের এক আসামীকে র‍্যাব এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙা গ্রামে মুরগি ও মাছের সমন্বিত খামারের কর্মচারীকে বেঁধে রেখে অন্তঃস্বত্বা গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় দেলোয়ার হোসেন নামের এক আসামীকে র‍্যাব এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (০৭ জুলাই '২৫) দুপুর দুটোর দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন সাতক্ষীরা সদরের পায়রাডাঙা গ্রামের রুহুল আমিনের ছেলে। 

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম তৃতীয় মাত্রাকে জানান, গত ১৭ মে দিবাগত রাত দুটোর দিকে সাতক্ষীরা সদরের পায়রাডাা গ্রামের রবিউল ইসলামের মুরগি ও মাছের সমন্বিত খামারের পুরুষ কর্মচারিকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ রেঁধে তার ৫ মাসের অন্তঃস্বত্বা স্ত্রীকে গণধর্ষণ, নগদ টাকা ও সোনার গহনা লুটপাটের ঘটনায় ওই নারী বাদি হয়ে ১৮ মে তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন নির্যাতন আইন ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারাসহ পেনাল কোর্ডের ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুইজন আসামীকে ইতিপূর্বে গ্রেপ্তার করে তাদের ডিএনএ টেষ্টের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পহেলা জুন পাঠানো হয়। সোমবার দুপুর দুটোর দিকে শ্বশুরবাড়ি বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে মামলার অপর আসামী দেলোয়ার হোসেনকে র‍্যাব এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমাণ্ড আবেদন জানিয়ে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা আদালতের পুলিশের উপপরিদর্শক বিশ্বজিৎ রায় তৃতীয় মাত্রাকে জানান, মামলার নথি জজ কোর্টে থাকায় সোমবার দেলোয়ারের রিমাণ্ড শুনানীর দিন নির্ধারণ করা যায়নি। নথি নিম্ন আদালতে এলে রিমাণ্ড শুনানীর দিন ধার্য করা হবে।

Geen reacties gevonden