close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় নাগরিক দুর্ভোগ লাঘবে গণশুনানি: উন্নয়নের নতুন দিশা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরা পৌরসভায় নাগরিক দুর্ভোগ লাঘব ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা পৌরসভায় নাগরিক দুর্ভোগ লাঘব এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই '২৫) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভা মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করা হয়। 

সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী। তিনি বলেন, “এই পৌরসভা কোনো গোষ্ঠী বা শ্রেণির জন্য নয়, এটি জনগণের। আমি জনগণের জন্যই কাজ করতে চাই।” সাম্প্রতিক অতিবর্ষণে সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা নাগরিক জীবনে চরম দুর্ভোগ এনেছে। এ প্রেক্ষিতে পৌরবাসীর ভোগান্তি এবং সেবার দুর্বলতা তুলে ধরতে গণশুনানিতে নাগরিকরা সরাসরি মতামত ব্যক্ত করেন।

তাজকিন আহমেদ চিশতী বলেন, "জলাবদ্ধ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত বরাদ্দ নিশ্চিত করতে হবে। পৌর বাজেট যেন নাগরিক প্রয়োজনেই ব্যয় হয়, অপ্রয়োজনীয় খাতে নয়। নাগরিকরা ভুয়া পানির বিল, ট্যাক্স বৃদ্ধির মতো হয়রানির শিকার হচ্ছেন, এটা বন্ধ করতে হবে। উন্নয়নের নামে অনিয়ম ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে আমি শক্ত অবস্থান নেব।"

তিনি আরও বলেন, "সরকারি ভাতা ও টিসিবি কার্ড বিতরণে স্বচ্ছতা, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, বৈদ্যুতিক খুঁটিতে আলোর ব্যবস্থা এবং মশা নিধনে কার্যকর উদ্যোগসহ সব নাগরিক সেবা নিয়মিত ও সঠিকভাবে পরিচালনা করতে হবে।"

গণশুনানিতে পৌরবাসীর বিভিন্ন সমস্যা ও দাবির মধ্যে ছিল ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির সংকট সমাধান, আলোবাতি স্থাপন, বাজেটের অপব্যবহার বন্ধ, এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা।

অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই শহরের নাগরিক সমস্যাগুলো সমাধানে একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা হবে বলে আশ্বস্ত করেন উদ্যোক্তারা।

কোন মন্তব্য পাওয়া যায়নি