close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় মোটর সাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ায় এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ মে'২৫) সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের উত্তর দেবনগর ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ায় এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০৬ মে'২৫) সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের উত্তর দেবনগর ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল করিম (৩৭)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা দাসপাড়ার বাসিন্দা। তার শ্বশুরের নাম আনারুল ইসলাম।

মৃতের স্বজনরা জানান, নিজের ডিসকভার- ১২৫ মোটর সাইকেলে চলে আরআরএফ এনজিও’ এর এক সময়কার কর্মী আব্দুল করিম মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরার একজনকে টাকা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাইপাস সড়কের উত্তর দেবনগর ব্রীজের পাশে একটি সিমেন্টের পিলারের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে করিমের মোটর সাইকেল ধাক্কা মারে। এতে তিনি মারাত্মক জখম হন।  সকাল ৯টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তর‌্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator