close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় মোহাম্মদ ওয়াজেদ আলী ও আজিজন্নেছা স্মরণে সাহিত্য সভা ও কুইজ প্রতিযোগিতা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণে অনুষ্ঠিত হলো স্মরণসভা ও কুইজ প্রতিযোগিতা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাশঁদহা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে সোমবার (৩০ জুন '২৫) অনুষ্ঠিত হলো সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণে এক স্মরণসভা ও কুইজ প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের আয়োজন করেন 'সাতক্ষীরা সাহিত্য একাডেমি' এবং 'সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী স্মৃতি পাঠাগার'।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ দীপক কুমার মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ সহিদুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, 'সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী আমাদের আলোকবর্তিকা। শেষ জীবনে তিনি নিজ গ্রামের বাঁশদহাতে কাটান। তার স্মরণে প্রতিবছর এমন আয়োজনের প্রয়োজন রয়েছে।'

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি পলটু বাসার। তিনি বলেন, 'এলাকার আলোকদীপ্ত মানুষদের নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সাতক্ষীরা সাহিত্য একাডেমি এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাঁশদহা গ্রামটি সমৃদ্ধ। এখানে রয়েছে বিপ্লবী কেশবচন্দ্র সমাদ্দারের সমাধি এবং খ্যাতিমান গীতিকার ও কবি হাওয়ালখালির আল কামাল আব্দুল ওহাব।'

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা খাতুনের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে বিস্তর আলোচনা করেন। তারা এই দুই সাহিত্যিকের অবদান এবং তাদের সাহিত্যকর্মের প্রভাব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ সহিদুর রহমান ১ম থেকে ৫ম স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সাহিত্যিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

לא נמצאו הערות


News Card Generator