close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় মাদ"কসহ মহিলা মা"দক সম্রাজ্ঞী আট"ক 

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে বিজিবি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে বিজিবি ।

রবিবার (১২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।


বিজিবির সুত্রে জানা যায়,  সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল বিনেরপোতা বাইপাস নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ভারতীয় গাঁজা-০১ কেজি, Teepdol ট্যাবলেট-১৯৯ পিস, Sildenafil ট্যাবলেট-৩০ পিস এবং ০১টি মোবাইল ফোন আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অত্র ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ উত্তর দিকে বিনেরপোতা বাইপাস নামক স্থান দিয়ে ভারত হতে আনীত মাদকদ্রব্য পাটকেলঘাটা নামক স্থানে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহন করে। এ সময় আভিযানিকদল বিনেরপোতা বাইপাস হতে পাটকেলঘাটার দিকে গমনকালে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোছাঃ সুরাইয়া ইয়াছমিন (২৪), স্বামী-মোঃ আব্দুল আজিজ, গ্রাম-কাথন্ডা, ডাকঘর-বৈকারী, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে হাতে ০১টি প্লাষ্টিকের ব্যাগসহ ইজিবাইক থেকে নামিয়ে ব্যাটালিয়ন সদরে আনা হয়। পরবর্তীতে মহিলা সৈনিক দিয়ে তল্লাশীকালে ব্যাগের মধ্য হতে ভারতীয় গাঁজা-০১ কেজি, Teepdol ট্যাবলেট-১৯৯ পিস এবং Sildenafil ট্যাবলেট-৩০ পিস আটক করে। 

আসামীর নিকট হতে জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোনের সিজার মূল্য (গাঁজা ০১ কেজি X ৩,৫০০/- = ৩,৫০০/-, Teepdol ট্যাবলেট ১৯৯ পিস x ৬০ = ১১,৯৪০/-, Sildenafil ট্যাবলেট ৩০ x ৬০ = ১,৮০০/- এবং মোবাইল ফোন ০১টি ১,৫০০/- টাকা। সর্বমোট সিজার মূল্য ১৮,৭৪০/- (আঠারো হাজার সাতশত চল্লিশ) টাকা। 

উল্লেখ্য, আটককৃত আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন সাতক্ষীরা জেলার সদর  থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator